ইন্টারডিসিপ্লিনারি সেন্টারের ফর ফুড সিকিউরিটির উদ্যোগে জেন্ডার, কৃষি ও গ্রামীণ উন্নয়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

[কৃষিকথা ডেস্ক] গত সোমবার (১১ আগস্ট ২০১৪) ঢাকাস্থ কৃষি গবেষণা কাউন্সিলের সম্মেলন কক্ষে ইন্টারডিসিপ্লিনারি সেন্টার ফর ফুড সিকিউরিটির (আইসিএফ) উদ্যোগে জেন্ডার, কৃষি ও গ্রামীণ উন্নয়ন নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় আয়োজিত কর্মশালায় আইসিএফ এর পরিচালক অধ্যাপক ড. মো. আলী আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মো. কামাল উদ্দিন। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন আইসিএফ-এর অধীনে নেদারল্যান্ডের নুফিক (NUFFIC)-এর অর্থায়নে পরিচালিত ফুড সিকিউরিটি প্রকল্পের সমন্বয়ক ও বাকৃবির ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. হারুনুর রশীদ। কর্মশালায় দুটি কারিগরি অধিবেশনে আমন্ত্রিত বিশেষজ্ঞবৃন্দ জেন্ডার, কৃষি ও গ্রামীণ উন্নয়ন বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। কৃষি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. আমিরুল ইসলাম একটি অধিবেশন পরিচালনা করেন। নেদারল্যান্ডের ওয়াগেনিনগেন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ‘জেন্ডার ও কৃষি’ বিষয়ে আই.সি.এফ.-এর অধীনে একটি প্রশিক্ষণ কর্মসূচী গড়ে তোলার অংশ হিসেবে বিভিন্নি সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান থেকে আগত ‘জেন্ডার’ বিশেষজ্ঞদের মতামত নেয়ার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। উল্লেখ্য কর্মশালার মূল কারীগরী সহায়ক ও ওয়াগেনিনগেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. দীপা যোশী বা.কৃ.বি-তে এই প্রশিণটির মডিউল তৈরি ও প্রশিক্ষণ প্রদানে সক্রিয় ভুমিকা পালন করবেন। এই প্রশিক্ষণটি আগামী ডিসেম্বর থেকে শুরু হবে এবং ‘জেন্ডার’ বিষয়ে জ্ঞান লাভে আগ্রহী ব্যক্তিদের জন্য এই এটি উন্মুক্ত থাকবে। কর্মশালায় বক্তারা জানান, জেন্ডার, কৃষি ও গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে নানাবিধ চ্যালেঞ্জ রয়েছে। তবে এসব ক্ষেত্রে বাংলাদেশের মত উন্নয়নশীল রাষ্ট্রে কাজের যথেষ্ট সুযোগও রয়েছে। এজন্য সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ সকলকে একযোগে কাজ করতে হবে। এছাড়া এসব বিষয়ে উচ্চতর গবেষণা কার্য পরিচালনা করতে হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত আইসিএফ কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা অর্জন এবং জেন্ডার সমতাসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে।
রিপোর্ট তৈরি করেছেন: কৃষিবিদ আব্দুস সালাম সাগর

Leave a Comment

You must be logged in to post a comment.