প্লাবিত অঞ্চলে ভাসমান সবজী চাষ

বাংলাদেশের যেসব অঞ্চল প্লাবিত হয় সেসব অঞ্চলের কৃষকরাই উদ্ভাবন করেছেন এই ভাসমান সবজী চাষ প্রযুক্তি। জলবায়ু পরিবর্তনের ফলে একদিকে যেমন এদেশের কোন কোন এলাকা খরা-প্রবণ হয়ে উঠছে অপরদিকে অনেকাঞ্চলে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে প্লাবনের সৃস্টি হয়। এসব প্লাবিত জমিতে অনেক কৃষকই ভাসমান বেড তৈরি করে তাতে সবজীর চাষ করছেন।

ভাসমান সবজী চাষের উপর একটি চমৎকার প্রযুক্তি নির্দেশিকা প্রকাশ করেছে প্রাকটিক্যাল অ্যাকশান বাংলাদেশ। প্রযুক্তি নির্দেশিকাটি ডাউনলোড করার জন্য নিচের ছবিটিতে ক্লিক করুন

Floating vegetable

তথ্যসূত্র ও কৃতজ্ঞতাঃ প্রাকটিক্যাল অ্যাকশান বাংলাদেশ

ভিডিওঃ https://youtu.be/kGKMP6dwuEs

 

Leave a Comment

You must be logged in to post a comment.