ময়মনসিংহে দু’দিনব্যাপী মানসম্মত মৎস্য উৎপাদন ও ঝুঁকি বিশ্লেষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

[কৃষিবিদ আব্দুস সালাম সাগর]
মৎস্য চাষের জন্য উপযোগী জেলা ময়মনসিংহে মানসম্মত মৎস্য উৎপাদন ও  ঝুঁকি বিশ্লেষণ বিষয়ে গত বুধবার থেকে বৃহস্পতিবার (১৮-১৯ জুন) দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের ১ম দিনটি ত্রিশালের প্রসিদ্ধ এগ্রো থ্রি ফিস হ্যাচারীতে এবং ২য় দিনটি কেওয়াটখালীর হর্টিকালচার প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণটি বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ ইকোনমিক গ্রোথ প্রোগ্রাম প্রজেক্ট এর অধীনে বাংলাদেশ অ্যাকোয়াকালচার অ্যালাইয়্যান্স এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এর মৎস্য বিজ্ঞানী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থী এবং মৎস্য চাষীসহ প্রায় ৩০ জন্য প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বিএফআরআই এর নবনিযুক্ত মহাপরিচালক জনাব জাহের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মৎস্য খাতের সাথে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ প্রশিক্ষক হিসেবে ছিলেন। প্রশিক্ষণে মানসম্মত মৎস্য উৎপাদনের ক্ষেত্রে হ্যাচাপ, কোডেক্সসহ বিভিন্ন আধুনিক নীতিমালা এবং নিরাপদ মৎস্য উৎপাদনে ঝুঁকি বিশ্লেষণ ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষকবৃন্দ তথ্য-উপাত্ত তুলে ধরে করণীয় বিষয়ে প্রশিক্ষণার্থীদের সচেতন করে তুলেন। দু’দিনব্যাপী এ প্রশিক্ষণটি প্রশিক্ষণার্থীদের মাঝে মানসম্মতভাবে মৎস্য উৎপাদনের মাধ্যমে মানবদেহ ও পরিবশের জন্য নানাবিধ ঝুঁকি হ্রাসে নিজেদের জ্ঞানকে কাজে লাগানোর সুযোগ তৈরি করে দিয়েছে।

Leave a Comment

You must be logged in to post a comment.