বা.কৃ.বি-র ও বি.এ.আর.সি-র শিক্ষক-বিজ্ঞানীদের নেদারল্যান্ডের ওয়াগেনিংগেন বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ
নেদারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত নিস্ (NICHE) প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দশ জন শিক্ষক ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের একজন বিজ্ঞানী ওয়াগেনিংগেন বিশ্ববিদ্যালয়ের (Wageningen University) সি.ডি.আই-এ সপ্তাহব্যপী প্রশিক্ষণে অংশগ্রহন করেন। উক্ত প্রশিক্ষণ নেদারল্যান্ডের লুন্টারেনে মে ২০১৪-এ অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষেণে বা.কৃ.বি-র শিক্ষক ছাড়াও আরও আটজন পি-এইচ.ডি ছাত্র অংশগ্রহন করেন যাঁরা সকলেই বা.কৃ.বি-র বিভিন্ন বিভাগের নবীন শিক্ষক এবং বিগত মার্চ ২০১৪-তে ওয়াগেনিংগেন বিশ্ববিদ্যালয়ে পি-এইচ.ডি শুরু করেছেন। বা.কৃ.বি-র মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রফেসর ড. হারুনুর রশীদ ইন্টারডিসিপ্লিনারি সেন্টার ফর ফুড সিকিউরিটির (আই.সি.এফ) অধীনে পরিচালিত উক্ত নিস্ প্রকল্পের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। উল্লেখ্য, উক্ত সফরে আই.সি.এফ-এর অধীনে ২০১৫-র জানুয়ারী মাসে সুচিতব্য নতুন এম.এস.-এর কারিকুলাম নিয়েও ওয়াগেনিংগেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বা.কৃ.বি. শিক্ষকদের বিস্তারিত আলোচনা হয় ও সম্ভাব্য কারিকুলাম প্রায় চুড়ান্ত হয়। নতুন এই দু’টি এম.এস. প্রোগ্রামের একটি (MS in Sustainable Agriculture) বা.কৃ.বি তথা অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রীধারীদের জন্য উন্মুক্ত এবং অপরটি (Professional MS in Food Security) mid career people-দের জন্য যাঁরা বর্তমানে কৃষির কোন শাখায় বা গ্রামীণ উন্নয়ন কিংবা খাদ্য নিরাপত্তার (food security/safety) সমর্থনে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। চাকুরিজীবিদের সুবিধার্থে professional এই এম.এস পোগ্রাম distance learning পদ্ধতিতে পরিচালিত হবে।
যোগাযোগঃ icf@bau.edu.bd
Website: www.icf-bau.com