নেদরল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আই.সি.এফ পরিদর্শন
নেদরল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র পলিসি এডভাইজর মি. ভিজন্যান্ড ভেন ইসেলস বিগত ২১/০৪/২০১৪ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টািডিসিপ্লিনারি সেন্টার ফর ফুড সিকিউরিটি (আই.সি.এফ; www.icf-bau.com) পরিদর্শন। এসময় তাঁর সাথে ছিলেন বাংলাদেশে নেদাল্যান্ড এম্বেসীর ফার্স্ট সেক্রেটারী ড. ইয়ান উইলিয়েম নিবারিং। মি. ইসেলস-এর আই.সি.এফ-এ আগমন উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আই.সি.এফ-এর পরিচালক প্রফেসর ড. মো: আবুল খায়ের চৌধুরী। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আই.সি.এফ-এর অধীনে পরিচালিত নিস-বিজিডি-১৫৬ প্রকল্পের কো-অর্ডিনেটর ও ফিসারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রফেরস ড. হারুনুর রশীদের সঞ্চালনায় পরিচালিত এই অনুষ্ঠানে আই.সি.এফ-এর সকল অ্যাডজান্কট ফ্যাকাল্টি উপস্থিত ছিলেন। বাউরেস-এর পরিচালক প্রফেসর ড. লুৎফুল হাসান অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালনা ও গবেষণালব্ধ জ্ঞান সম্পর্কে আলোকপাত করেন। এছাড়াও আই.সি.এফ-এর অ্যাডজান্কট ফ্যাকাল্টি প্রফেসর ড. মোহাম্মদ সেলিম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে এই পর্যন্ত অর্জিত বিভিন্ন সাফল্য ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। মি. ইসেলস ও ড. নিবারিং উভয়েই আই.সি.এফ-এর সার্বিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য আই.সি.এফ নেদারল্যান্ডের ওয়াগেনিংগেন বিশ্ববিদ্যালয়ের সহায়তায় সাসটেইনেবল এগ্রিকালচার ও ফুড সিকি্উরিটি বিষয়ে দুইটি মাস্টার্স প্রোগ্রাম ডেভেলপ করছে যা ২০১৫-এর জানুয়ারী থেকে শুরু হবে। এম.এস ইন সাসটেইনেবল এগ্রিকালচার বা.কৃ. বি তথা বাংলাদেশের অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে বি.এস-সি./ডি.ভি.এম ডিগ্রী অর্জণকারীদের জন্য উন্মুক্ত থাকবে। আর এম.এস. ইন ফুড সিকি্উরিটি বিষয়ে (অফ ক্যাম্পাস কোর্স) কৃষি, মৎস্য, পাণীসম্পদ, রুরাল ডেভেলপমেন্ট কিংবা ফুড সিকি্উরিটি বিষয়ে চাকুরীরত ব্যক্তিবৃন্দ ভর্তি হতে পারবেন।