বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারী সেন্টার ফর ফুড সিকিউরিটির নতুন পরিচালক প্রফেসর ড. এম.আলী আকবর।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ)ঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বা.কৃ.বি) পশু পুষ্টি বিভাগের প্রফেসর ড. এম.আলী আকবর নেদারল্যান্ড সরকারের অর্থায়নে বা.কৃ.বি-তে প্রতিষ্ঠিত ইন্টারডিসিপ্লিনারী সেন্টার ফর ফুড সিকিউরিটির (আইসিএফ) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
গত ১০ জুন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল হকের আদেশক্রমে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার এ আদেশনামা জারি করেন। তিনি আগামী ২ বছরের জন্য এ পদে প্রফেসর ড. মোঃ আবুল খায়ের চৌধুরীর স্থালাভিসিক্ত হলেন।
উল্লেখ্য বা.কৃ.বি-র মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রফেসর ড. হারুনুর রশীদ আই.সি.এফ অধীনে পরিচালিত নিস্ প্রকল্পের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
Tags: বা.কৃ.বি