আপনিও লিখুন
কৃষিকথা.কম-এর জন্য কৃষি-মৎস্য-প্রাণিসম্পদ, ইত্যাদি বিষয়ে লেখা অহ্বান।
কেউ স্বীকার করুক বা না করুক আমরা কৃষিবিদরাতো জানি যে এদেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পুর্ণতার কাছাকাছি নিয়ে যওয়ার ক্ষেত্রে কৃষিবিদদের রয়েছে অনন্য সাধারন অবদান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এন.এ.আর.এস-ভুক্ত কৃষি, মৎস্য ও প্রণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সম্প্রসারণ অধিদপ্তরগুলোর নিরলস প্রযুক্তি উদ্ভাবন ও মাঠ পর্যায়ে প্রযুক্তি সম্প্রসারণের ফলে এগিয়ে যাচ্ছে দেশের কৃষি। বি.টি.অর.সি-র তথ্য অনযায়ী এপিল ২০১৪-তে এসে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭১৭২০৫০-তে। কৃষি প্রধান এই দেশে বিপুল সংখ্যক এই ইন্টারনেট ব্যবহারকারীর একটি বড় অংশ কৃষির সাথে সরাসরি কিংবা পরোক্ষভাবে জড়িত। কৃষি বিষয়ের বিভিন্ন আধুনিক প্রযুক্তি ও তথ্য এই জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেয়ার মানসেই কৃষিকথা.কম (www.krishikotha.com)-এর সৃষ্টি। প্রিয় কৃষিবিদবৃন্দ, এই সাইটে আপলোড করার জন্য আপনার কাছ থেকে কৃষি-মৎস্য-প্রণিসম্পদের বিভিন্ন বিষয়ে লেখা আহ্বান করছি। নতুন কোন কৃষি প্রযুক্তি, চাষ পদ্ধতি, নতুন ভ্যারাইটি কিংবা প্রজাতি, কোন রোগ প্রতিরোধ ব্যবস্থা, কৃষি প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি, কোন কৃষকের সাফল্যগাঁথা, কৃষির অর্থনীতি বা বাজার ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আপনার লেখা (অবশ্যই বাংলায়) বিষয়বস্তুর ও আপনার নিজের ছবিসহ পাঠিয়ে দিন info.krishikotha@gmail.com ঠিকানায়। সুলিখিত বিষয় প্রকাশিত হবে কৃষিকথা.কম-এ।
আপনাদের সবাইকে ধন্যবাদ
ড. হারুনুর রশীদ, টীম লিডার, কৃষিকথা.কম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
ই-মেইলঃ info.krishikotha@gmail.com













Visit Today : 95
Total Visit : 173150